আমি দিন দশেক এর ছুটি চাই;
এই যান্ত্রিকতার প্রস্তরিত জীবন থেকে!
দূর ফসলের মাঠ দিয়ে হেটে বেড়াতে চাই!
এক গাঁ থেকে আরেক গাঁয়ে হেটে চলা
মেঠো পথের মাঝখানে ভাঙা ব্রীজটাতে বসে একলার আড্ডায় ঝিমুতে চাই!
দিগন্তের আকাশের নীলের নিচে বয়ে চলা শান্ত নদীর স্রোতে
পালহীন নৌকোয় বৈঠার দাঁড় টানতে চাই!
আমি বিকেলে উড়ে যাওয়া পাখির ঝাঁকের ঝাপটানো মুক্ত ডানার শান্তি চাই!
আমি বাউন্ডুলে বেশে আনমনা হয়ে হেটে হেটে কয়েক কলি গান গাইতে চাই!
আমার সকল অভিযোগ উচ্চ কণ্ঠে বিভুর কাছে বলতে চাই!
মস্তিষ্কে বহন করা সকল চাপ পবনে মিশিয়ে দিতে চাই।
আমি মুক্তি চাই! বুক ফাটা আর্তনাদ থেকে!
আমি প্রাণচঞ্চল ফিরে পেতে চাই!
মুক্তি কি মিলবে?