আজন্মের ক্রাশ!!
আমি এই ক্রাশ শব্দটার সাথে পরিচিত ছিলাম না।
কিন্তু উপরের অবয়ব আমাকে
তাহা মনে করিয়া দেয়।
যতই দেখি, ক্রাশ খেয়েই যাই।
মনের অজান্তেই ওকে নিয়ে আঁকি অনেক কিছুই।
কত নিষ্পাপ চাহনী!!!
কতটা কোমল তাহার অবয়ব!!
সকল বিশেষণের উর্ধ্বে সে।
বলবোনা ভালবাসি। বলবো, তুমি বিধাতার হাতে সম্পূর্ণ ভিন্নরূপে সৃজিত এক মহান সৃষ্টি।
ফুল কে যদি আনা হয়
তাহা তোমার চরণেই ঠাঁই পাবে।
শত তরুণের ঘুম হারাম করা হয়তো কেউ তুমি।
আমিও সেই দলে।
প্রতিযোগিতায় যাওয়া আমার জন্য বোকামী।
হেরে যাওয়া কেউ আমি।
তাই দূর থেকেই সকল হিসাবের শেষ গুণে যাই।
তুমি অপ্সরী, তুমি নীল শাড়ির আড়ালের অবয়ব।
তুমি শ্রেষ্ঠ সৃজন।
পৃথিবীর সকল গোলার্ধে খুজে পাওয়া এক নারী।।।
কতইনা কোমল তুমি।।।