আজ দেখরে বধুর সাজ
এলোরে বৈশাখ,
বাধ ভেঙ্গেছে খুশির জোয়ারে
আজ বৈশাখ এলো ঘরে ঘরেরে ।


মনে মনে রং লেগেছে
বাহারি তার সাজ,
বাহির পানে মন ছুটেছে
যাব না ঘরে আজ।

যে মন আজ রং মেখেছে
ছুটছে পাথারে ।


পাতে পাতে পান্তা ইলিশ
কি যে মধুর স্বাদ,
চোখে চোখে খুশির দোলা
ভেঙ্গেছে সব বাধ।

ইচ্ছে ঘুড়ি উড়ছে দেখ
আকাশ পানেরে।