একুশে ফেব্রুয়ারী
তুমি আমার অহংকার
একুশে ফেব্রুয়ারী
তুমি লক্ষ কোটি তরুণের, তারুণ্যদীপ্ত হুংকার।
হায়েনারা চেয়েছিল মোর মুখের এ বুলি
করিতে ধূলিসাৎ ,
দেয়নি তরুণেরা তা করিতে
করেছিল প্রতিরোধ , দূর্বার প্রতিবাদ ।
ঝরেছিল তাজা প্রাণ সেদিন
রক্ত রাজপথে ,
আসিয়াছিল মিছিল প্রতিবাদের
লোক সমাগম শতে শতে।
একটাই স্লোগান, একটাই হুংকার
কাড়িয়া নিতে পারবিনা তোরা
ভাষা বাংলা শুধুই আমার ।
প্রতিরোধ দেখিয়া তরুণের
হায়েনারা করেছিল পিছুটান ,
মাতৃভাষা মোর করিয়াছিল বাংলা
দিয়েছিল সম্মান ।
শিখেছিনু বুলি প্রথম যেদিন
মোর মায়ের মুখে;
সেতো ছিল বাংলা ভাষা ।
যে ভাষায় মোর মন প্রাণ জুড়ায়
দেখি স্বপ্ন , জাগে ভাবুক আশা ।
একুশে ফেব্রুয়ারী
তুমি বাংলার শত আন্দোলনের প্রেরণা ,
তোমাতেই জাগে সুপ্ত এ হৃদয়ে
প্রতিবাদ-উদ্দীপনা ।
কিন্তু হায় ! এ কি দেখছি
অপসংস্কৃতির আগ্রাসনে পড়িয়া মোরা ,
বাংলা ভাষার মুখেই চুনকালি মাখছি ।
ভাষার জন্য কোন জাতি
দিয়েছিল কি প্রাণ ?
উত্তর একটাই , বাঙালিরা !
তবে কেন বাংলা ভাষার এ অসম্মান ?
বাংলা ভাষা কোটি বাঙালির
এ ভাষা শুধুই আমার
কিছু বাংলা , কিছু ইংরেজী
এ কোন সংস্কৃতির ব্যবহার ?
নাই জায়গা তোদের এ দেশে ,
যারা মোর মায়ের ভাষাকে অপমান করবি ;
হয় বাংলায় কথা বলবি না হয়
এ দেশ ছেড়ে চলে যাবি ।
ওহে ! অবুঝের দল
কেন বুঝিসনা তোরা ?
বাংলায় আনন্দ-সুখ ,প্রশান্তি খুজে পাবি ;
সর্বস্তরেই বাংলা চাই এ দেশের
এটাই আমার দাবি ।