ছলনার প্রেম অমানিশায় সমাপ্তি,
স্মৃতির ঘরে অপবাদের শতদল;
রিক্ত সিক্ত হ্রদয়ে সুর ছন্দের আর্তি,
বাড়িয়েছে যত আবেগের কোলাহল।
অভিশাপের অনলে পুড়ছে তো ডানা,
উড়তে অক্ষম তার আছে যত গ্লানি;
সত্য আড়াল রেখে খুঁজি ফিরি বাহানা,
স্মৃতি আঁকড়ে হয়ে যাই অসুখী প্রাণী।
জানি,গল্পে রা গল্পে রা ছড়িয়েছে ব্যাপ্তি
জোছনার আলোয়, কোথায় সেই স্বাদ?
বন্ধুর পথ পারি দিয়ে, কি আছে প্রাপ্তি?
সুখ বেচে স্মৃতি হাটে কিনলে অবসাদ।
এর যেন শেষ নেই, নেই কোন কূল,
আর কত ভুল হবে? ভুলে ভরা ভুল।