আজ শুভ্র গগনে তোমার ছবিটা ভেসে ওঠেছিলো,
তখনো আমি সুভাসিনীর তীরে দাঁড়িয়ে।
নদীর দমকা হাওয়ায় জড়িয়ে ছিল বৃষ্টির আবরণে মাখা তোমার ভালোবাসা।
ওগো নীলাঞ্জনা,
অস্ফুট হাসি হাসি মুখে অপলক দৃষ্টিতে তাকিয়েছিলুম তোমার মুখপানে।
তবু তুমি দেখনিকো মোরে।
হঠাৎ তোমার ভালোবাসা মাখা এক পশলা বায়ু আমার দেহে পরিহিত বস্ত্রগুলো উড়িয়ে ছিন্ন করে দিল।
দৃষ্টির অগোচরে আমি লুকিয়েছিলুম শূন্য মানবতায়।
তবু তুমি দেখনিকো ফিরে।
ওগো নীলাঞ্জনা,
সার দেহটা মোর পরেছিল শুধু তোমার ছায়ার নীচে।
আর আমি তোমার চোখে চোখ রেখে ভাষা খুঁজেছিলাম নীরব স্বপ্ন ধারায়।
তবু তুমি বুঝনিকো মোরে।
একসময় কালো মেঘের পাহাড় তোমার নীলাভ ছবিখানা ঢেকে দিল।
তখনো আমি সুভাসিনীর তীরে দাঁড়িয়ে।
ওগো নীলাঞ্জনা,
শুনছো কি তুমি?
আজ শুভ্র গগনে তোমার ছবিটা ভেসে ওঠেছিলো।