সেদিন হেঁটে গিয়েছিলাম, চন্দ্রিমা উদ্যান কিংবা রমনার পাশ দিয়ে।
বুঝতে পারিনি তখনো- এ কি!
সন্ধ্যা আকাশে আঁধার নেমে এসেছিল
সস্তা লিপস্টিকে রাঙ্গানো, জোড়া দুই ঠোঁটে ডেকেছিলো সেদিন-
প্রোৎসাহে এগিয়ে সাড়া দিয়েছিলাম
আদো আলো, আদো অন্ধকারে
হাতটা টেনে নিয়েছিলো-
বক্ষপটের সেই প্রোন্নত স্থানে
কি কোমল! কি নরম! কি উষ্ণ! কি মুগ্ধতার ছোয়া!
প্লাবন নেমেছিল সেদিন-
আমার প্রোদ্ভিন্নযৌবনে।
এও এক অদ্ভুত ভালোবাসা
চারিদিকে ভালোবাসার মহড়া,
তারা ভালোবাসাই বিলাতে চায়।