কবরের কিনারায় দাঁড়িয়ে
প্রভু তোমায় স্মরণ করি
মৃত্যুর ভয়ে কাঁদি ফুপায়ে ফুপায়ে
কবে জানি যেতে হয় মরি

কবরে থাকবেনা বালিস বিছানা
থাকবেনাতো কোন আলো বাতাস
সে কবরে থাকতে হবে দীর্ঘ টানা
করতে হবে তাতে একা বাস

কবরের চারদিক মাটি আর মাটি
নেই কোন দরজা জানালা
থাকবেনা আহারের কোন প্লেট বাটি
নেই কোন সংশয় জ্বালা

সে কবরে থাকবেনা নামায রোজা
নেই কোন আমল আখলাক
সেখানেই সব কিছু যাইবে বুঝা
পোষাক বিহীন সেই জমতাক

তবুও সংশয় প্রভু আজ
পাবে নাকি এ অধম মুক্তি
তুমিইতো সব কিছুর মহারাজ
দাও মোরে মুক্তির শক্তি