আকাশ পানে চাই
ভাবি,
খোদা তুমি কেমন করে সৃষ্টি করলে তাই
সেথায় জীবন্ত মেঘ ভেসে ভেসে চলে
চলিতে চলিতে যেন তোমার কথা বলে
জমাট বাধা মেঘ কেমন পানি হয়ে যায়
পানি থেকে পূণরায় কে জমাট বাঁধায়
সব কিছুর মূলে তুমি এক আল্লাহ
তোমার সাথে নেই কোন, নেই পাল্লা
আকাশ পানে চাই
ভাবি,
খোদা তুমি কেমন করে সূর্য ওঠাও তাই
সদুর থেকে আলো রশ্মি আসে ভেসে ভেসে
পৃথিবীর সবখানে যায় সেথা মিশে
সে আলোতে সবে মিলে ভেজাকে শুকায়
শুকাতে শুকাতে বেলা কেমনে ফুরায়
সব কিছুর মূলে শুধু তুমি আল্লাহ
তোমা সাথে নেই কোন মাঝি মাল্লা
আকাশ পানে চাই
ভাবি,
কেমন করে প্রভু তুমি চন্দ্র ওঠাও তাই
সেথায় আলো জ্বলে মিটি মিটি করে
যে আলো দেখিলে তবে সবার মন ভরে
কেমনে তা পূর্ণ হয় অর্ধ মাসে
নতুন মাসে নতুন চাঁদ আবার ফিরে আসে
সব কিছুর মূলে তুমি প্রভু আল্লাহ
তোমার সাথে নেই কভু, কারো পাল্লা