কেন এসেছিলে তুমি?
যদি চলেই যাবে অনেক দুরে...
কেন ডেকছিলে আমায়?
যদি ফিরেই না তাকাবে কখনো...
কেন কাঁদিয়েছ?
যদি চোখের পানিটা মুছেই না দিবে...
কেন বলেছিলে তুমি 'ভালবাসি'?
যদি হারিয়েই যাবে শূণ্যে...

দাও, জবাব দাও।

জানি, পারবেনা কোন দিন।

আমি ভালবাসি
শুধু ভালবাসি- তাকে,
আমি ভালবাসি
যে ভালবাসে আমাকে...