পাখির কথা
ভাসমান পথে -
ঘন-গটা সবুজের আবেশ।

প্রাণে কাতরতা
স্রৈষ্টিক রথে -
রক্তে কেনা ভুমি, বেশ।

সর্বস্থানে গাথা
পাহাড়-পর্বতে -
সোনার বাংলাদেশ।