খাম-খেয়ালী মনটা আমার
গল্প কোনো নেইতো বলার।
গল্প কি আর মনে রাখার?
মনের সাথে মিশিয়ে আমি
গল্পকে দেই উড়িয়ে আবার।
গল্প বলি একটা শুনো।
মন্দ- ভালো নয়কো কোনো।
যার কারণে হলাম বুনো।
ঘরেই থাকি যাই না কোথাও
ভালো নয় কি ঘর কুনো?
বসন্তের স্নিগ্ধ বাতাসে
সে আমার চোখে আসে।
মন তার প্রেমে ফাঁসে।
কী ভুলটাই না ছিল আমার
ছিল কত সর্বনাশে।
আমরা কি ভেবেছিলাম হারাবো?
আমরা কি ভেবেছিলাম দূরে যাবো?
আমরা ভাবিনি এমন দুঃখ পাবো।
দোষ আমাদের কি ছিল কোনো?
বিধিই তো বলেছে, তোদের ঝলসাবো।
অতঃপর আমরা ভালোবেসেছিলাম!
আমরা খুঁজিনি কোনো ডান-বাম।
এখনো বাসি ভালো অতীতেও বাসতাম।
কিন্তু আর পাওয়ার কোনো জো নেই
হতভাগা হয়ে গেছে আমাদের নাম।
মাঝখানে অনেকগুলো বছর কেটে গেছে।
আমরা অনিচ্ছায় নিয়েছিলাম দুপথ বেঁছে।
তার সাথে আমার দেখা হয়নি হাজার যেচে।
আমাদের ভালোবাসা মরুভূমিতে চাপা পড়েছে।
জোর করে ফেলে দেওয়া হয়েছে প্রেমের জল সেচে।
আমার সেই করুণ কাহিনী খুলে বলি সবিস্তারে।
আমি ভালোবেসেছিলাম ভীষণ তারে।
কিন্তু ভালোবাসা তো জঘন্য কাজ এই জগৎ-সংসারে।
তাই আমার ও আমাদের ভালোবাসা পূর্ণতা পায়নি।
ভালোবাসা পরিণত হয়েছে আজ চুরমারে।
আমাদের ভুল ছিল শুধু ভালোবাসা।
আর কোনো ভুল করি না আশা।
ভালোবাসা ভুল, ভুল সব প্রত্যাশা।
ভালোবাসা ঘৃণ্য কাজ নয় সবসময়।
ভুল সবসময় ভালোবাসা নাশা।