আকসাকে নিয়ে আজ পৃথিবীটা অস্থির
সব মনে অনুভব একজন আইয়ুবীর।
সেখানে শুনা যায় মুসলিমের হাহাকার
আইয়ুবী, সে কি ফিরবে কভু আর?
ভূমিষ্ঠ শিশুটির গলে ছিলো তলোয়ার!
বাঁচবে সে কী করে তোমরা বলো আর?
সে শিশুটি বেঁচেছিল আল্লাহর দয়াতে
সে শিশুটি বড় হয়ে তলোয়ার লয় হাতে।
কেঁটে ফেলে আকসার বাঁধ যত দখলের।
তা দেখে ভয় জাগে জানোয়ার সকলের।
কোথা গেল তাকাত আজ সে পাকা হাতটার?
নেই কোনো সন্ধান। স্বাধীন তাই লুসিফার।
আকসাতে হবে নাকি সলোমন মন্দির!
সব মনে অনুভব একজন আইয়ুবীর।