রাত আকাশে চাঁদ-তারারা
নিরব রয়ে!
কিন্তু কেন?
বাজপাখিদের আনন্দ আজ বন্ধ সারা
মলিন হয়ে!
মরছে যেন!
সন্ধ্যা-নিশিত এই আমাকে হাতছানি দেয়
রাগ দেখালো! তারা আমায় করছে কি হেয়?
রাস্তা ধরে আমি যখন সামনে এগোই-
দেখি নদী! একটি ছিলো, ভাগ হয়েছে দুই।
কী হলো? কেন হলো? কারণ যখন খুঁজি-
দুয়েক মিনিট পরে আমি ঘটনাটা বুঝি।
আজকে যে হায় মনপাখিটা করছে অভিমান!
তার তরে এই ভুবনে নেই আর কলতান।
রাগ করো না প্রিয় আমার রাগ করো না প্রিয়।
আমার কোনো ভুল হলে আজ ক্ষমা করে দিও।
তোমার জন্য দেখ প্রিয় সবার মলিন রূপ
তবু তুমি থাকবে প্রিয় এখনো নিশ্চুপ?
অভিমান সব ভুলে এবার একটু হাসো।
প্রিয় আমায় ক্ষমা কর; এখন ভালোবাসো।