কখনো আমফান
কখনো রেমাল হয়ে আসে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়।
আর তারপর
শোনা যায় হাহাকার
গরিবের ভেঙে গেছে ঘর।
গরু, ছাগল, হাঁস, মুরগি
আরো কত কী হয় ধ্বংস
কত মানুষ করে যায় পর।
ঘূর্ণিঝড়ের শব্দ কানে আসলে
জল গায়ে লাগলে
গা কাঁপে থরথর।
একটি ঘূর্ণিঝড় কত কিছু ছিনিয়ে নেয়
ধন-সম্পদ-মানুষের জীবন-
থাকার বাড়ি-ঘর।
না জানি কখন আসে ঝড়
দেয় নিঃস্ব করে
ভয়ে থাকে অন্তর।