পোষাক পরার স্বাধীনতা— চলছে মহা আন্দোলন
এমন ফাঁকে তাকিয়ে দেখি মইরা গেছে আমার বোন।
দেশের মানুষ যে যাই করুক সরকারের আর দায়িত্ব কই?
বেতন-ভাতা পাইলে হলো, কাজ করবো? গবেট নই।
মানবতার কাছে পরাজিত আমার বোনের অধিকার,
দেশের এমন পরিস্থিতি, যাচ্ছে কি আর গদি কার?
ঘটনাটা যেমনই হোক ঠিকই আছে সিংহাসন!
আইন-আদালত দেখ চেয়ে, ওই যে পড়ে আমার বোন।
পাষাণ মানুষ, নিত্যনতুন ওসব আবার দেখবে কে?
নিজের তো নয় এসব কিছুর নথি আর লেখবে কে?
আন্দোলনের সুর উঠলেই নড়ে বসে প্রশাসন,
দীর্ঘমেয়াদের বিচার থেকে বেরিয়ে যায় জালিমগণ।
আমার বোন রবেরে কয়, সমাজ দাও পুরুষহীন
ধর্ষণের হিড়িক এখন আর চাই না এমন দিন।
কণ্যাডারে কোথায় রাখি? চিন্তিত এখন বাপ
জারজের সমাজে আজ কণ্যা যেন অভিশাপ।
প্রশাসনের ক্ষুধার জ্বালায় ইয়াসমিনেরা হারিয়ে যায়
ধর্ষকই তো প্রশাসন! তাদের বিচার শোভা পায়?
২৪ আগস্ট থেকে আজও আমার বোনটা আসেনি।
জনসংখ্যা হারিয়ে যাচ্ছে, তার দায়ে কেউ ফাঁসেনি।
আইন-আদালত আর মানি না ধর্ষকের জবাই চাই!
অমানুষ করতে নিধন লেগে পড়ুন আজ সবাই।