যতদূর মনে পড়ে
সে ছিল আমার
সত্তারই একটা অংশ।
তাই সময় নিয়ে তাঁকে
ভাবনার তেমন কোনো
অবকাশ ছিল না ।
কিন্তু এখন দৃশ্যপট
অন্য রকম ।
লম্বা সময় নিয়ে
বালিশে মুখ লুকিয়ে
যান্ত্রিক নগর থেকে পালিয়ে
তাঁকে আমার ভাবতে হয় ।
আমি তাঁর অস্তিত্বের দায় থেকে
বেমালুম মুক্তি নিয়েছি !
হে ভণ্ড, মাতাল, বিশ্বমানবতা
বিশ্বাস করো
আমি খুবই ভালো আছি ।
এখন সে আর আমাকে
অহর্নিশ জ্বালাতন করতে পারে না
অকপটে বলতে হয়
আমি সুখেই আছি তবে
স্বস্তিতে নেই !