মেনে নিয়েছি জীবন মানেই
সকাল হলেই ১০টা-৫টা ।
মেনে নিয়েছি কাউকে কিছু না বলে
হুট করে বাবার
কোথায় যেন হারিয়ে যাওয়া ।

মেনে নিয়েছি এক পা-দু পা করে
মৃত্যুর দিকে এগিয়ে যাওয়া ।
মেনে নিয়েছি এক হাত মাটির জন্য
মায়ের পেটের ভাইয়ের
হঠাৎ করেই বদলে যাওয়া ।
মেনে নিয়েছি বউ'র কাছে
হাত-পা গুটিয়ে চুপচাপ
ভোলানাথ বাবু সেজে বসে থাকা ।

মেনে নিয়েছি স্বপ্নচারিণী হয়ে থাকা
মানুষটার দিব্যি সংসার পাতা ।  
মেনে নিয়েছি চার বেহারার পালকি
আর কালিমার ধ্বনি
সাদা একটা কাপড়ের সাথে
জনম জনমের মিতালী ।

মেনে নিয়েছি যত কান্না
অসহায় বাস্তবতা ।
মেনে নিয়েছি 'না মানার যত সব গল্প;  
মানতে হবে আমাকে অনেক কিছুই
যা আমি মানবো না কোনোদিনই  ............. !!!