স্বপ্নের রোষানলে
পড়েছিলাম গতকাল
ভুলে যাওয়া সুখ দেখলাম
অনাদিকালের পর ।

এসেছিল পরান মাঝে
এসেছিলে ব্যথাতুর আঙিনা জুড়ে
চৌদিকে কেবল
তৃপ্তি আর প্রাপ্তির লড়াই
কমেনি তোমার হাসির দাপট
রূপের অসম বড়াই ।

ময়না আমার, লক্ষ্মী আমার, জান আমার'
আরও কিছুক্ষণ থাকলে কী হতো না
আদতে আমার কোনো
সোনালি ঊষার অভিলাষ ছিল না ।

চাই না গাঁটছড়া !
অনগ্ন, অধুনা সুখের পালকির
কোনো কাহার চাই না আমি ।
কালের আবর্তে, মহাকালের পরে
ভুলে ভুলে স্বপনে এসো তুমি ।

২৩ ১০ ১৬