বাবা মানে—বাজান, খোকা, খোলা আকাশ
একটা মানবের অভিন্ন বোধের দ্বৈত প্রকাশ ।
বাবা মানে—সম্পদ, বটবৃক্ষ, ক্রমাগত আবদার
অনধিকার চর্চার এক বিশাল ভাণ্ডার ।

বাবা মানে—স্বপ্ন এবং স্বপ্নিল ফানুস
বাবা মানে—আমি এবং আমার নিজ জগৎ
বাবা মানে—সহযাত্রী, সহযোদ্ধা,
আমার পুঞ্জিভূত বিশেষ শক্তি
লাঠি, বৈঠা, হাতিয়ার
আমার শেষ স্পর্ধা ।

বাবা মানে—এই বুঝি এলো বাবা
ভয়, আতংকের যন্ত্র
বাবা মানে—নিজের অপরাধী সত্তা
দমন করার মন্ত্র ।
বাবা মানে—একটা গোটা দুনিয়া
আমার সুখে তাঁর সুখ হয়ে ওঠার তন্ত্র ।

বাবা মানে—সুখ, শ্রান্তি, প্রতিশ্রুতি
কথায় কথায় আমার' সম্বোধনের প্রশান্তি ।
বাবা মানে—আমার সোনাপাখি, জাদুমণি
বারংবার ছলাকলায় আব্বা' বলার কথন
আমার কলজের টুকরা, পিতলা ঘুঘু, টিয়া,
ময়না-বাবুটার' অনবরত আয়োজন ।

বাবা মানে স্বাদ-আহ্লাদ পূরণের মাতুব্বরি
বাবা মানে পুরো পৃথিবীটাকে নিজের করে
ভাবার  দুঃসাহসিক তালুকদারি ।

বাবা মানে স্বাধীনতা, নিশ্চিত ক্ষমা, প্রহরী অতন্দ্র
বাবা মানে দ্ব্যর্থহীন, স্বার্থহীন আশ্রয়কেন্দ্র ।

বাবা মানে সাহস' শব্দটার সর্বান্তকরণ বহিঃপ্রকাশ
বাবা মানে আমার আমি, আমিত্ব, অধিকার
নিজ বোধের বহুমাত্রিক রূপকার ।

বাবা মানে ‘আল্লাহর নেয়ামত’
আবদার পূরণের ভাণ্ডার
কথা কবে রক্ত, ভাবনা কী আর ?