আমার একটা ভয়ংকর বদভ্যাস আছে
দুপুর এলেই আমি
এলিয়ে দুলিয়ে ঘুমিয়ে পড়ি ।
কিন্তু আজ, ঘুম নামক ছলনার প্রশান্তি
তার সহজাত তাণ্ডব চালাতে পারেনি !
নির্লজ্জ, বেহায়ার মতো
বহুক্ষণ আমি অবাক হয়ে বসে ছিলাম ।
অনেক ক্ষমতা তোমার, না !
কী করতে পারো তুমি ?
অকর্মা, অথর্ব, হতচ্ছাড়া
কোনো বেকারকে, ভুল করে
একটা ভুল স্বপ্ন দেখাতে পেরেছ ?
সবুজ-অবুঝ, ন্যায়ের বাণে,
অন্যায়ের তোপে
তোমাকে কোথাও পাওয়া যায় না ।
সৃষ্টি, দৃষ্টি, বৃষ্টি, অনাচার, অত্যাচার,
হত্যায়, লোভে, ক্রোধে, ভুলের ভুলে,
গরিমায়, গৌরবে, ত্যাগে—
কোথায় আছ তুমি, বলো তো দেখি ?
সূর্যের আলো দেওয়া কী বন্ধ হয়ে গেছে
চাঁদের অল্পস্বল্প আলোর মূর্ছনায়
নবদম্পতির নয়নাভিরাম,
মাদকাসক্ত ঢলাঢলি কী থমকে গেছে ?
কই খুনোখুনি তো বন্ধ করতে পারো নি
এমনকি চুরুটের শেষ টানের সুখটা
পর্যন্ত রুখতে পারো নি,
শুধু পেরেছ, আমার মতো একটা
নির্ভেজাল অপদার্থর সাথে ।
মুহাম্মাদ ইমরান
১৯ ০৪ ১৬