দাজ্জালের খড়গে লোকালয় হল বিরান
বারংবার শুনি সর্পিল ধ্বনি ঐ যে কামান !
কিসে আনিল আলোর বিনিময়ে আঁধার
হেরি কত নিষ্ঠুরতা সারা বিশ্ব - জাহান ।
ওরা দ্যাখে না নারী , দ্যাখে না শিশু
মর্মে মর্মে ওদের কর্মে ফুটে কী মানুষের অধিকার।
ওরা নাহি মানে নবী মুহাম্মদ ( স ), নাহি মানে যিশু
যুদ্ধংদেহী কার্যে সমুন্নত হয় কি মানবতার জয়গান ?
মৃত্যুর মিছিলে জোয়াড় সাধে তো কেবলই কানা
বিপন্ন মানবতা কতকাল সইবে দানবের হানা।
আধূনিক কালে বিজ্ঞানের এ যুগে
কেন এখনও অঝোরে চলে পশুত্বের লীলা ?
মানুষ হয়ে কিভাবে ছুঁড়
মানুষের উপর কামানের গোলা ?
না না না আজ নাহি সংশয়
আর নয় দ্বিধা,অগ্নিশপথে দীপ্ত হোক মানা ।
তবু পঙ্কিল পথ হনন করিয়া জাগ্রত হোক চির মহিমা
ভ্রাতৃত্বের বন্ধন জড়িয়ে পড়ুক নেতৃত্বের অন্তরে ।
প্রতিটি নতুন প্রভাতে ফুটিয়া উঠুক রাঙ্গা রবির ছলে
গগণ তলে সত্যের বলে ছড়িয়ে পড়ুক মহত্ত্ব মহাকালে ।