দিন - দুপুরে বনের ভিতর
গুল্ম লতার মাঝে
জবা - বেলীর নৃত্য চলে
অপরুপ সাজে ।
ফড়িং নাচে আপন মনে
ডুমুর গাছের তলে
কৃষ্ণচূড়ার রঙ্গিন ফুলে
দোলা লাগে মনে ।
স্নিগ্ধ পবন বয়ে যায় বনভূমি জুড়ে
হরিণ পাল খাদ্য খুঁজে হেথায় - হোথায় চষে ।
কাক ডাকে কোকিল ডাকে পালক নেড়ে নেচে
এই খানেতে থাকতে চাই চিরকাল বেঁচে ।
আমাদের ছোট গাঁয়ের ছোট সেই বন
বায়ু দেয় ফল দেয় সারা জীবন ক্ষণ ।
আমাদের বনখানি হাজার বছর ধরে
কত স্মৃতি বয়ে বেড়ায় আঁচল ভরে ভরে ।
বাপ - চাচা পূর্ব পুরুষ সারা জীবন ভর
এই বনেতে খুঁজে পেতেন আপন শীতল ঘর ।