এত বড় হত্যাকাণ্ড,
তবু তোমাকে আমি দেখতে পাই না পত্রিকায়।
এর সঙ্গে তোমার গোপন সম্পর্কের বিষয়টা আমাকে বলবে? আমি কাউকে বলব না।
পেপার বা টিভির মালিক তো তুমিই।
দেশের শীর্ষস্হানীয় শিল্পগ্রুপ তোমার।
তাই সাংবাদিকের কলমে কালি নেই, কারো মুখে কথা নেই। টিভিতে অপরাধের প্রচার নেই।
অথচ সভ্য দুনিয়ায় আমি দেখেছি, অপরাধী যত বড়ই হোক তার নামে নিউজ হয়;
তার নামে অনুসন্ধানী রিপোর্ট হয়।
অনেকেই 'সাহসী সাংবাদিক' হওয়ার ভাব দেখায় ।
অথচ তোমার অপরাধে দুই কলম লেখার সাহস হয় না তাদের।
দেশের আইন হয়তো তোমাদের কিছুই করতে পারবে না? কারণ, তোমরাই সরকার, তোমরাই আইন।
তোমাদের যেন জন্মই হয়েছে আইনের উর্ধ্বে। এটা কেমন কথা।
তুমি বুক ফুলিয়ে হাঁট।
গর্বে তোমার পা পড়ে না মাটিতে।
কিন্তু মনে রেখ, কতদিন তুমি তোমার কৃত অপরাধের বিচার ঠেকিয়ে রাখবে।
পৃথিবীর সব কিছু তোমার মন মত চলবে না।
একদিন হঠাৎ দৃশ্যপট পাল্টে যাবে, ইনশাআল্লাহ।
আর তখন তুমিও ধরা পড়ে যাবে।