হেটে -হেটে, দেখেছিনু গ্রামের পথে

দেখিলাম ছোট মেয়ে স্কুলের সাথে

খেলছিল দড়ি খেলা মধ্যাহ্ন বিরতিতে

ছড়াচ্ছিল সুন্দরের আভা পরতে পরতে।

চন্দ্রের মতন মুখ খানি চক্ষু চপল

অপার আদুরী মুক্তার কপোল।



ডাকিতেই চাহিল চক্ষু তুলিয়া

হাসি মুখে বলিল জী ভাইয়া !

একই পাড়ায় বাড়ি, না হয় দেখা

বিদেশ ফেরত বলিয়া, সুযোগ পাইয়া।

চির চেনা আদুরী কোলে তুলিয়া

আদর-সোহাগ বিলাইল অন্তর জুড়িয়া।

জগত জুড়িয়া ভালবাসার তরে

মানুষ পাঠালেন প্রভু গুপ্ত রশ্মি ধরে।