-------------------------------------
আনন্দ দে, যান্ত্রিক সমাজ
নইলে মদ খাব।
আরে আনন্দ দে, নইলে সিগারেট ধরব।
আমার জীবন এত নিরানন্দ কেন?
সারাদিন শুধু কাজ আর কাজ,
দিন ১৬ ঘণ্টা কাজ করি বা আরো বেশি।
কিন্তু আনন্দ করার সময় কই?
এ অবস্হা কেন আমার?
সবাই আমার কাজের খবর রাখে শুধু,
কই, কেউ সারা দিনের তরে একবারও বলে না,
তুই আজ সারাদিন কি কি আনন্দ করেছিস?
আমি তো যন্ত্র না, কম্পিউটার না।
আমি তো নির্বোধ প্রাণী নই।
তারা তো আমাকে যন্ত্রই মনে করে।
কই, কেউ তো আমাকে এত পরিশ্রম করার পরেও একটি ফুল উপহার দেয় না? আমার আনন্দের কথা ভাবে না।
বিশ্ববিদ্যালয়ে আমি দেখেছি, শিক্ষক মহোদয় আমার কিসে আনন্দ হবে, এমন ভাবনা তাঁর মধ্যে একবারের জন্যও আসে না?
আমি যেন নির্বোধ, নিস্তেজ?
আমার প্রিয়জন আমাকে শুধু জন্মদিনে দায়সারা ফুল উপহার দেয়; দায়সারা আনন্দ করে।
আর সারা বছর কোন খবর নেই। সবাই চায় শুধু কাজ আর টাকা।
আনন্দ দে, যান্ত্রিক সমাজ
নইলে তোদের বিষিয়ে দিব।