অদ্য ফলেছে মম আশা
কেটে গেছে সব হতাশা।
জোয়ার এসেছে খোশ নদীতে
ছুটে চলেছি গাহিতে গাহিতে।
দৌড়ে এসেছি আম্মুর কাছেতে
জড়িয়ে ধরেছি হাসিতে হাসিতে।
বোনকে ধরিয়ে টেনেছি বুকেতে
সিক্ত হয়েছি সঙ্গীর ভালবাসাতে।
বুক ফুলিয়ে হেসেছি আমরা
কী সুন্দর পরিবেশে মেতেছি কামরাতে!
অশ্রু ঝরেছে চোখের কোণেতে
আজন্ম সাধনার অলীক ফলেতে।
অদ্য খুব মিস করি আব্বু তোমাকে
এখন যদি থাকিতে আমাদের মাঝেতে!
যে কর্মের শুরুটা তোমার হাতেতে
আজি পূর্ণতা পেয়েছে দীর্ঘ বিরতিতে।