৮  মার্চ আমাদের কথা বলে
---------------------------------------

আমরা নারী
আমরা ছিলাম অবহেলিত, ছিলাম অবলা
ছিলনা আমাদের অধিকার।
শত-শত নয়, সহস্র বছর ধরে
আমরা করেছি সংগ্রাম
বহু শহরে, ঘরে-ঘরে।
ফলে আমরা হয়েছি বেগম রোকেয়া।

জ্ঞানের জগতে আমরা যতদূর এগিয়েছি,
আমরা তত দূর অধিকার অর্জন করেছি।

আমরা হয়েছি কর্মী
এখনো কি প্রতিষ্ঠিত হয়েছে আমাদের রাষ্ট্রীয় অধিকার?
আমরা নিউইয়র্কের রাস্তায় নেমেছি,
ডেনমার্কের পথে পথে ঘুরেছি।

৮ মার্চ আমাদের কথা বলে!

শুধু জাতিসংঘের স্বীকৃতি কী আমাদের জন্য যথেষ্ট?
আজো সামাজিক সম্মান আমাদের কতটুকু?
শিল্প-কারখানায় কোথায় আমাদের অধিকার?
আমরা কোটি কোটি ক্লারা জেটকিন একত্রিত হয়েছি ।
তবু দেখি নারীর প্রতি সহিংসতা!
আমরা কি পেয়েছি শিক্ষা, বিজ্ঞান আর কর্মযজ্ঞে আমাদের যথাযথ অধিকার?