এবারের সংগ্রাম রবে কালে কালে।
শোন টুঙ্গিপাড়া থেকে ডাকছে খোকা,
জয় বাংলা, বাংলার জয়।
আদর্শবান পিতা মাতার মুখ উজ্জ্বল করে-
এসেছিলেন সংগ্রামের অগ্রনায়ক।
রূপসি বাংলার চির সবুজ টুঙ্গিপাড়া থেকে।
মাটি ও মানুষের স্পর্শে,
সুখ-দুঃখ, হাসি-কান্নায়।
এবারের সংগ্রাম রবে কালে কালে।
শৈশব থেকে অন্যায়ের বিরুদ্ধে
প্রতিবাদে ছিলেন সোচ্চার।
রূপসি বাংলার চির সবুজ টুঙ্গিপাড়া থেকে।
কী হবে গোলাভরা ধান দিয়ে?
যদি মানুষ অনাহারে মরে!
গ্রামের দুর্ভিক্ষের দুঃখীদের তরে,
বিতরণ করেন গোলাভরা ধান।
সহপাঠীদের নিয়ে-
মুষ্টি ভিক্ষা গরিবের জন্য।
শোন টুঙ্গিপাড়া থেকে ডাকছে খোকা,
জয় বাংলা, বাংলার জয়।
অধিকার আদায়ের জন্য-
দাঁড়িয়েছেন জনতার হয়ে আপন হৃদয়ে।
জীবনের স্বপ্ন সোনার বাংলা।
থাকবে না দুর্নীতি অন্যায় অত্যাচার।
ভেদাভেদ ভুলে গিয়ে-
মানুষে মানুষে, মানুষ বলে চিনি।
শোন টুঙ্গিপাড়া থেকে ডাকছে খোকা,
জয় বাংলা, বাংলার জয়।