ফিলিস্তিনের ওই ভূমি আজ
ইহুদীদের দখলে,
ওদের দমন করতে আজি
এক হও মুসলিম সকলে।
নির্বিচারে মারছে গুলি
নারী-শিশু সবার গায়,
ফিলিস্তিনের ভূমে আজি
রক্তের বন্যা বয়ে যায়।
অত্যাধুনিক সমর সাজে
ফেলছে বোমা টনে টন,
শিশু-কিশোর যুবক বৃদ্ধ
মরছে মানুষ জনে জন।
মরার ওপর খড়ার ঘা'তে
হাসপাতালও যায় নি বাদ,
ফিলিস্তিনটা দখল করতে
নিত্য নতুন পাতছে ফাঁদ।
সেদিনের সেই ভাড়াটিয়া
কর্তা হয়ে উঠলো রে,
জোর খাটিয়ে কৌশলে আজ
আপদ হয়ে জুটলো রে।
হাজার লক্ষ ফিলিস্তিনিকে
করলো ওরা ঘর ছাড়া,
সন্তান হারা বাবা-মায়ে
নববধূ বর হারা।
অভিশপ্ত ইয়াহুদ জাতি
বাড় বেড়েছে খুব বাড়া,
শায়েস্তা আজ করতে ওদের
বাজা যুদ্ধের নাকারা।
______♦______
রচনাঃ- ২২ / ১০ / ২০২৩ ইং, রবিবার,
মেরুল বাড্ডা, ঢাকা।