চোখে এত পানি কেনো
কেনো এতো জল,
কার আঘাতে প্রিয়া তোমার
চোখ করে ছল্ ছল্!
কে দিয়েছে ব্যথা তোমায়
কে ভেঙেছে মন,
কোন্ সে কষ্টে প্রিয়া তুমি
কাঁদো সারা'ক্ষণ।
তোমার কষ্টে পাচ্ছি কষ্ট
মনটা ভালো নাই,
কে দিয়েছে কষ্ট তোমায়
প্রশ্ন করে যাই।
রেখো না'কো গোপন কিছু
খুলে বলো সব,
এই হৃদয়ের সকল ব্যথা
জানেন আমার রব।
মনের সকল গোপন ব্যথা
আর্জি করো পেশ,
তিনি তোমায় করবেন খুশি
রাখবেন তোমায় বেশ।
মনে মনে চাচ্ছো যাকে
রবের কাছে চাও,
হাত পেতে দাও রবের কাছে
সেখান থেকেই নাও।
_____♦_____
স্বরবৃত্ত ছন্দ ৪+৪+৪+১
রচনাঃ- ২১ / ১০ / ২০২১ ইং
টেলিটক অফিস, গুলশান, ঢাকা।