হারিয়ে গেছো বন্ধু তুমি
আমার জীবন থেকে,
তাই তো আমার জীবনেতে
দুঃখ এলো জেঁকে।
চলে গেলে যেদিন বন্ধু
আমায় তুমি ছেড়ে,
যাবার কালে হৃদয় আমার
নিলে তুমি কেড়ে।
আমায় ছেড়ে গেলে দূরে
গেলে আমায় ভুলে,
তোমার স্মৃতি হৃদয় মাঝে
রেখেছি যে তুলে।
তোমার স্মৃতি আজও বন্ধু
পড়ে আমার মনে,
হৃদয় মাঝে দেয় যে উঁকি
বারে বারে ক্ষণে।
হৃদয় দুয়ার আজও খোলা
বন্ধু তোমার তরে,
আসবে তুমি হাসবে আবার
ভুবন আলো করে।
নিরবধি চলছে জীবন
দূর অজানার কোলে,
হৃদয়পটে তব স্মৃতি
সুখের হাওয়ায় দোলে।
ফিরে এসো বন্ধু আমার
দেখবো তোমার হাসি,
বুকে নিয়ে বলবো তোমায়
অনেক ভালো বাসি।
_____♦_____
স্বরবৃত্ত ছন্দ ৪+৪+৪+২
রচনাঃ- ১৯ / ৯ / ২০২০ ইং
মেরুল বাড্ডা, ঢাকা।