প্রিয়তমা!
এ হৃদয়ের ভালোবাসা সবটুকু তোমার জন্য।

আচ্ছা, ভালোবাসা মাপার কি মাপযন্ত্র হয়?
যদি হয়, তবে দেখিয়ে দিতাম -
তোমার ভালোবাসার ওজনে এই হৃদয় এমনভাবেই ঝুঁকে পড়েছে, যেভাবে কোনো ফলবান বৃক্ষ তার রাশিরাশি ফলের ভারে নুঁয়ে পড়ে!

ফল আহরণের আগে মানুষ শুধু অনুমানই করতে পারে গাছে কি পরিমাণ ফল আছে,
কখনও তার অনুমান সঠিক হয়
কখনও বা বেঠিক -
কখনও তার ধারনার চাইতেও অনেক বেশী থাকে ফল...

কিন্তু তুমি যদি আমার ভালোবাসার হিসাব নিতে চাও,
তবে বলবো -
তুমি কিসের হিসেব নেবে প্রিয়তমা?
তোমার জন্য এক আকাশ ভালোবাসা পুষে রেখেছি এই হৃদয়ে...  

           ______♦️______

রচনাঃ- ১ / ৪ / ২০২৩ ইং, শনিবার।
মেরুল বাড্ডা, ঢাকা।