আমি হলাম সমাজপতি
সম্মানিত মানুষ,
নাই রে আমার অভাব কোনো
উড়াই রঙিন ফানুস।
টাকার জোরেই আজকে আমি
হলাম সমাজ পতি,
দণ্ডমুণ্ড আমার হাতে
কে করবে মোর ক্ষতি।
যখন যা চাই সেটাই করি
নাই রে কোনো বাঁধা,
আমার আছে টাকার পাহাড়
তুমি গরীব গাধা।
আমি চাইলে সবই সাদা
থাকে না আর কালো,
সবই করি টাকার জোরে
নষ্ট সাজাই ভালো!
টাকা দিয়ে টাকা আনি
টাকায় বাড়ী গাড়ী,
টাকা উড়াই টাকা ঘুরাই
টাকায় কিনি নারী!
অবৈধ সব ফূর্তি শেষে
ঝুলিয়ে দেই ফ্যানে,
ফুরফুরে মন নিয়ে ঘুরি
লন্ডন প্যারিস লেনে।
আত্মহত্যার নামে তখন
ঝুলে থাকে মামলা,
আমলারা সব বগলদাবা
ফুঁসে বেকুব কামলা।
টাকার গরম প্রায় সময়েই
লাগতে থাকতে গায়ে,
মাথায় তখন ফোটে রে খই
গরীব পিষি পায়ে।
ওদের হাতে যদি থাকে
বর্শা ধনুক টোটা,
আমার আছে বন্দুক কামান
নাই রে ভয়ের ফোঁটা!
সৎ ও অসৎ চেনায় কেউ
দেয় যে কতো খোঁটা,
বলে বলুক যায় কি আসে
কেড়ে নেবো লোটা!
নৈতিকতার কথা শুধু
ধর্ম গ্রন্থেই সাজে,
আজ সেগুলো সেকেলে সব
বাস্তবে সব বাজে।
ধর্মভীরুর নাই রে আশ্রয়
লুটোপুটির দেশে,
দেশ ছাড়া আজ করবো ওদের
ভাগ বন্টনের শেষে!
শত শত উঁচু মাথা
এমন কথাই ভাবে,
টাকার খেলা দেখালেই সব
মামলা চুকে যাবে।
লাভ কি বলো শত এমন
উঁচু মাথা দিয়ে,
গরীবের ধন খাচ্ছে চুষে
মিথ্যা মুখোশ দিয়ে!
এর চেয়ে বরং উঁচু ভাবনার
নিচু মাথাই ভালো,
জ্ঞানের বাতি দিয়ে যাঁরা
জ্বালায় সত্যের আলো।
______♦______
স্বরবৃত্ত ছন্দ ৪+৪+৪+২
রচনাঃ- ২৯ / ৪ / ২০২১ ইং
বৃহস্পতিবার, ১৬ ই রমজান ১৪৪২ হিজরি।
মেরুল বাড্ডা, ঢাকা।
মাথা নিচু হোক, তবু মাথার ভাবনা যেনো নিচু না হয়, ওই উঁচু মাথা দিয়ে কি করবো যে উঁচু মাথায় নিচু ভাবনা আর মন মানসিকতা গিজগিজ করে।