ইচ্ছে করলেও তোমাকে ছুঁয়ে দেখতে পারি না,
স্পর্শ করতে পারি না তোমার ওই হাস্যোজ্জ্বল চিবুকখানি....
ইচ্ছে থাকলেও তোমার ওই সুন্দর কপালে এঁকে দিতে পারি না গভীর চুমুর রেখা....
অথচ আমার সামনে কত জ্বলজ্যান্ত তুমি....
আমার ভালোবাসা না হয় অধরাই থেকে যাক!
থেকে যাক অপ্রকাশিত!
কারণ___
তুমি তো কেবলই স্ক্রিনের কতগুলো আলোর বিচ্ছুরণ...!!!
------------------------
১৯ / ৪ / ২০২৩ ইং
২৭ রমজান দিবাগত রাত
(২৮ রমজান) ১৪৪৪ হিজরি।
বুধবার, রাত ৭.৩৭ মিনিট।
মেরুল বাড্ডা, ঢাকা, বাংলাদেশ।