মহান আল্লাহ্ আমাদেরকে
করেছেন যে সৃষ্টি,
তাঁর অপরূপ সৃষ্টি দেখতে
দিলেন মোদের দৃষ্টি।
দু-চোখ মেলে যতই দেখি
ততই অবাক যে হই,
চারিপাশে শত সৃষ্টি
অবাক চেয়ে যে রই।
আকাশ জমিন পাহাড় ঝর্ণা
আরও সাগর নদী,
বর্ণনা তার শেষ হবে না
বলতে থাকি যদি।
আমরা তাঁহার গোলাম সবে
তাঁর ইবাদাত করি,
তাঁহার দেয়া রজ্জু মোরা
শক্ত করে ধরি।
যিনি মোদের সৃষ্টিকর্তা
তিনিই মোদের প্রভু,
সকল কাজে তাঁকেই স্মরি
না যাই ভুলে কভু।
_____♦_____
স্বরবৃত্ত ছন্দ ৪+৪+৪+২
রচনাঃ- ১ / ১০ / ২০২০ ইং
বৃহস্পতিবার, মেরুল বাড্ডা, ঢাকা।