খোকা আর খুকু মিলে
ঘুরে শুধু খালে বিলে,
ছিঁপ ফেলে ওই ঝিলে
ধরে আনে ছোট ছোট মাছ।
তুলে দেয় মা'র হাতে
ভাগ করে সব পাতে,
খেয়ে দেয়ে একসাথে
ফের ছুটে জীবিকার পাছ।

জীবন যুদ্ধের তরে
থাকে না'ক তারা ঘরে,
জঠর জ্বালায় পরে
খোঁজে কাজ আহারের জন্য,
কোনমতে খেয়েদেয়ে
জীবনেরই গান গেয়ে
দিন আনে দিনে যেয়ে
জোটে যদি জীবনের অন্ন!

স্বপ্নেরা আশা জাগায়
জীবনের পিছু ধায়,
এভাবেই চলে যায়
থেমে রয় বলো কার দিন?
ধনী ধনে আত্মহারা
তুমি আমি দায় সারা,
ওরা দুখি গোবেচারা
শোধবে কিভাবে তাদের ঋণ?

        ____♦____

দীর্ঘ চৌপদী ছন্দ
৮ + ৮+ ৮+ ১০  

রচনাঃ- ১৪ / ৮ / ২০২০ ইং
মেরুল বাড্ডা, ঢাকা।