কিষাণ আর কিষাণী
করে কাজ এ দেশের মানুষের তরে,
মিলে দুই রাজা রাণী
আহারের জোগান দেয় প্রতিটা ঘরে।

ঝরিয়ে মাথার ঘাম
তারা তুলে দেয় দানা মানুষের মুখে,
তবু নেই কোন দাম
তাঁদেরে নাক ছিটকিয়ে তুমি থাকো সুখে।

তব উঁচু ভবনের
ছাদে বসে তুমি উপভোগ করো বৃষ্টি,
আর এই ভুবনের
কোথা হতে আসে অন্ন দাও না তো দৃষ্টি।

তাঁহাদের অবদান
স্বীকার করো আর নাই বা করো তুমি,
রাখো ওহে তব মান
তারাই উর্বর রেখেছে দেশের ভূমি।

রোদ কিবা বৃষ্টি ঝড়ে
জোগায় ওরা মানুষের ঘরের চাল,
লাঙল তো নয় ওরে
ওরাই তো রেখেছে ধরে দেশের হাল!

        ____♦____

হীনপদ পয়ার ৮+১৪

রচনাঃ- ১৮ / ৮ / ২০২০ ইং
মেরুল বাড্ডা, ঢাকা।