কাছাকাছি পাশাপাশি বসে আছি খাটে,
মুখ ঢেকে হাঁটু পেতে চুপেচুপে ফাটে।
বসেবসে ক্ষণেক্ষণে কারে মনে ভাবে,
কোন্ ভোরে তার ঘরে হাতে ধরে যাবে।
ভাবি আমি ভাবো তুমি কারে চুমি আগে,
কাড়াকাড়ি তাড়াতাড়ি লাজ ভারি লাগে!
মুখ লাল চোখ লাল ঠোঁট লাল তার,
মুখে নয় চোখে কয় হবে জয় কার।
বারেবারে টানি তারে বলি আরে বিবি,
সুখে-দুখে চোখেচোখে মোরে রেখে দিবি।
টেনে নিয়ে দূরে গিয়ে চুমু দিয়ে কয়,
আর কাকে? দেবো তোকে,পাস কাকে ভয়?
বিবি হাসে বসে পাশে ফিসফিসে বলে,
বাবু নাই বাবু চাই আমি যাই চলে!
গলে ধরে বলি তারে শোনো আরে তুমি,
ভালোবাসা পাবে খাসা দেবো চাষা ভূমি!
____♦_____
রচনাঃ- ৬ /৮/ ২০২০ ইং।
মেরুল বাড্ডা, ঢাকা।
মালঝাঁপ পয়ার ছন্দ ৮+৬