কত না পাপ করেছি জীবনে! কত পাপ!
তবু অনুতাপহীন এই ক্বলব!
ভুলে, না জেনে করা অজস্র পাপের ডায়েরি না হয় একপাশে রেখে দিলাম মুখবন্ধ অবস্থাতেই!
জেনে বুঝে নিঃশঙ্কোচে করা বেহিসেবী পাপও তো কতশত!
তবু অনুতাপহীন নির্লজ্জ এ অন্তর!
নির্ভীক, নির্লিপ্ত, নিশ্চিন্ত পাপের হিসাব আজ অজানা!
আর যদি হয় দ্রোহ মূলক!
কত পাপ! কত পাপ!
আহ্! তবু নেই অনুতাপ!
নেই অনুযোগ!
নিজের প্রতি নিজের তবু কোনো নেই অভিযোগ!
কিংবা -
অনুশোচনায় দগ্ধ হয় না কভু এই মৃতপ্রায় পাষাণ হৃদয়!
পাপীদের ঠাঁই নেই খোদার বেহেশতে!
তবু নেই অনুতাপ!
নেই অনুতাপ!
জান্নাত তো তাদের -
যাঁরা নিষ্পাপ, নিষ্কলুষ ও কাঁচের মতো স্বচ্ছ হৃদয়ের অধিকারী!
এবং পবিত্র আত্মার বাহক!
তাই এই পাপকে মুছতে হবে!
কিন্তু! পাপ তো শৈশবের কাঠ পেন্সিলে আঁকা সেই দাগ নয় -
রাবার দিয়ে ঘষলেই মুছে যায়!
কিন্তু তবু যে এই পাপকে মুছতে হবেই!
মুছতেই হবে!
হয় ইহকালে -
অনুতপ্ত হৃদয়ে তওবার অশ্রু দিয়ে!
না হয় পরকালে -
হাবিয়া দোজখের আগুন দিয়ে!
____♦️____
রচনাকালঃ- ২৭ / ৬ / ২০২৩ ইং, মঙ্গলবার,
রচনা স্থানঃ- মেরুল বাড্ডা, ঢাকা।