ভাই বোনেরা আসেন সবাই
আমরা তওবা করি,
আছে যত গোনাহের পথ
আর না সেটা ধরি।
ইচ্ছে কিবা ভুল করে হায়
করছি গোনাহ কত,
অনিচ্ছাতেও বহু পাপে
হয়ে আছি রত।
এভাবে হায় পাপের বোঝা
হচ্ছে আরও ভারী,
নেকীর সাথে অনিচ্ছাতেই
হয়ে গেছে আড়ি।
দিনে দিনে অনেক গোনাহ
হয়ে গেছে জমা,
ভুলে গেছি রবের কাছে
চাইতে আজি ক্ষমা!
এমনটা তো হওয়ার কথা
ছিলো না রে কভু,
ইবলিশে তাই বেজায় খুশি
নারাজ হচ্ছেন প্রভু।
তাই চলো ভাই ক্ষমা যে চাই
আমরা রবের কাছে,
ক্ষমা প্রাপ্তির ওই দরোজা
সদাই খোলা আছে।
তাঁর রহমের নাই রে কমতি
দয়ার সাগর তিনি,
ক্যামনে তাঁরে থাকছি ভুলে
গফুর গফফার যিনি।
হৃদয় দিয়ে কাঁদতে পারলে
না দিয়ে রে ফাঁকি,
সকল গোনাহ মাফ হয়ে যায়
আর থাকে না বাকি।
রব্বে কারীম দয়ার সাগর
তুলনা যে তাঁর নাই,
তাঁর পথ ছেড়ে কোন্ সে পথে
আমরা গিয়ে হারাই।
তাই কবিতায় সকলেরে
ডাকি তওবার পথে,
তওবা করে এসো চড়ি
রহমতের ওই রথে।
ছন্দে ছন্দে অনুরোধে
গেলাম রে ভাই বলি,
খাঁটি দিলে তওবা করে
রবের পথে চলি।
_____♦️_____
রচনাঃ- ৯ / ৮ / ২০২৩ ইং বুধবার,
টেলিটক প্রজেক্ট অফিস, গুলশান, ঢাকা।