নাই রে সাঈদী দুনিয়াতে
চলে গেছেন পরপার,
তাঁহার ওই সে মধুর কন্ঠ
পাবো না তো শুনতে আর।

কি যে মধুর কন্ঠে তিনি
তিলাওয়াতটা করতেন ভাই,
ক্যামনে শুনবো সেই তিলাওয়াত
সুরের পাখি নাই রে নাই।

কুরআনের ওই পাখিটা হায়
উড়ে গেছে বহুদূর,
সাথে করে নিয়ে গেছে
রবের দেয়া অবাক সুর।

আর কোনোদিন শুনবো না হায়
মধুর কন্ঠের তিলাওয়াত,
শুনবো না তো আর কোনোদিন
শাজ ও নাদের রি'ওয়া'য়াত।

চলে গেছেন পরপারে
আসবেন না তো আর ফিরে,
রব্বে কারীম রাখুন তাঁকে
জান্নাতীদের ওই ভীড়ে।  

                  ____♦️____

স্বরবৃত্ত ছন্দ - ৪+৪+৪+৩

রচনাঃ- ১৫ / ৮ / ২০২৩ ইং, মঙ্গলবার
মেরুল বাড্ডা, ঢাকা৷