( আপনি আমাকে নির্দেশ দিয়ে বললেন, বলুন -
আমি বললাম -)
তিনি আল্লাহ্ এক! (একক ও অদ্বিতীয়)
তিনি ছামাদ - অমুখাপেক্ষী,
তিনি জন্ম নেন নি, জন্ম দেন নি।
(তাঁর পিতা-মাতা নেই, নেই কোনো পূর্বপুরুষ,
তাঁর নেই কোনো সন্তান এবং কোনো উত্তরপুরুষ )
তাঁর সমকক্ষ নেই কেউই!