শ্রমজীবীর কত কষ্ট
দেখবে কে সে হায়,
মাথার ঘাম পায়েতে ফেলে
কষ্ট করে যায়।  

দিনের আয় দিনেই করে
দিনে খেয়েই শেষ,
তাদের শ্রমে দেশের চাকা
চলছে অতি বেশ।

রক্ত ওরা পানি করেই
ভবন গড়ে তুলে,
সেই ভবনে আয়েশে থাকি
যাই ওদের ভুলে।

উন্নয়নে অংশীদারে
গায়ে গতরে খাটে,
তবুও ওরা বঞ্চিত যে
অকারণেই ছাঁটে।  

শ্রমজীবীর মূল্যায়ন
করি সঠিক ভাবে,
ফোটাই হাসি ওদের মুখে
দুঃখ ঘুচে যাবে।

                  ______♦_____

মাত্রাবৃত্ত ছন্দ ৫+৫+৫+২

রচনাঃ- ১৬ / ১০ / ২০২০ ইং
শুক্রবার, মেরুল বাড্ডা, ঢাকা।