সুখের সময় তো চেনা দায়
বিপদ হলে যে চেনা যায়
আসল বন্ধু কে সে,
বন্ধু চিনতে করো না ভুল
শ্রেষ্ঠ বন্ধুর নেই কোনো তুল
বিপদে যে আসে।
এই ভবেতে জীবন মাঝে
সুখে দুখে সকল কাজে
সদা থাকে পাশে,
বিপদ আপদ হলে কভু
ব্যস্ত যতই থাকুক তবু
বন্ধু দৌড়ে আসে।
সান্ত্বনা দেয় বারে বারে
ভাবিস না তুই বন্ধু আরে
সদা সে যে কহে,
সেই তো হলো আসল সাথী
অন্ধকারে জ্বালায় বাতি
দুঃখ গুলো সহে।
বলেন সকল গুণী জনে
শ্রেষ্ঠ বন্ধু এই জীবনে
আল্লাহর দান সেরা,
বিপদকালে দাঁড়ায় পাশে
যত বাঁধা সবই নাশে
মায়ার বন্ধন ঘেরা।
_____♦_____
স্বরবৃত্ত ছন্দ ৪+৪+৪+৪+৪+২
রচনাঃ- ২৩ / ১০ / ২০২০ ইং
মেরুল বাড্ডা, ঢাকা।