দৃষ্টি নামাও মুমিন তোমার
করো অবনত,
ধোঁকায় মজে পাপের মাঝে
হইও না গো রত।
প্রভুর আদেশ লঙ্ঘে নফসো
অবাধ ইচ্ছে মতো,
ইচ্ছে করেই ইচ্ছেটাকে
রাখবে ছেড়ে কতো।
ইচ্ছে মতোন নফসোটাকে
রাখবে ছেড়ে যতো,
বেপরওয়া আর পাগলাটে সে
হবেই আরো ততো।
লাগাম পড়াও নফসের মুখে
ইচ্ছেটাকে থামাও,
অযাচিত জায়গা থেকে
দৃষ্টিটাকে নামাও।
দৃষ্টি সরাও পর্দা মানো
আর দেখো না হারাম,
হালাল পথে চলো এবার
তাতেই সুখ ও আরাম।
____♦️____
রচনাঃ- ২১ / ৬ / ২০২২ ইং।
জামিয়া কাসিমিয়া মহাখালী টি এণ্ড টি কলোনী মাদরাসা, ওয়ারলেস গেইট, মহাখালী, বনানী, ঢাকা।
♦️
সংশোধন, পরিমার্জন ও পরিবর্ধন -
১০ / ৭ / ২০২৩ ইং।
টেলিটক প্রজেক্ট অফিস, গুলশান, ঢাকা৷