বাবরী মসজিদ ভেঙে আজি
মন্দির নির্মাণ করে,
মুসলমান তুই ক্যামনে আজও
আছিস বসে ঘরে!
তোর বুকের ওই ঈমানটা কি
বিক্রি করে দিলি,
মসজিদের ওই জায়গায় মন্দির
ক্যামনে মেনে নিলি।
এখনও তুই আছিস ঘুমে
গভীর নিদ্রা তলে,
চেয়ে দেখ্ তুই মুসলমানের
ঘরে আগুন জ্বলে।
বাবরী মসজিদ করলো শহীদ
অন্য মসজিদ তালা,
এই অপমান ক্যামনে সইছিস
লাগে নাকি জ্বালা?
শাহাদাতের সুধা পানে
আজই হ' তুই তৈরী,
ধীরে ধীরে দ্বীনের উপর
বাড়ছে হাওয়া বৈরী।
ওঠ্ রে জেগে ঈমান বলে
লাগা জানের বাজী,
দ্বীন বিজয়ে শহীদ হবি
নয়তো হবি গাজী।
_____♦_____
স্বরবৃত্ত ছন্দ ৪+৪+৪+২
রচনাঃ- ১২ / ১০ / ২০২০ ইং
সোমবার রাত, মেরুল বাড্ডা, ঢাকা।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শহীদ বাবরী মসজিদের জায়গায় নির্মিত রাম মন্দির উদ্বোধন করলেন কিছুদিন আগে! ভারতীয় তদন্ত ও সর্বোচ্চ আদালতের অনুসন্ধানে হিন্দুদের দাবী অনুযায়ী সেখানে কোনো মন্দিরের ধ্বংসাবশেষের কোনরকম অস্তিত্বই খুঁজে পাওয়া যায় নি। শুধু শুধুই সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করে বাবরী মসজিদ শহীদ করা হয়েছিল।
অথচ কাউকে দেখলাম না এটা নিয়ে টু' শব্দটি করতে! আমার কবিবন্ধুদেরও নয়!
শহীদ বাবরী মসজিদ নিয়ে আমার একটি পুরোনো কবিতা এটি। প্রতিবাদস্বরূপ পোস্ট করা হলো।
উল্লেখ্য, বাবরী মসজিদ শহীদ করনের প্রধান দায়িত্বশীল নেতা পরবর্তীতে ইসলাম ধর্ম গ্রহণ করেন আলহামদুলিল্লাহ্।