প্রথম মানব আদম নবী
তাঁকে সিজদার হুকুম হয়,
বাঁধ সাধে ওই ইবলিস শয়তান
মুখটা তাহার বেঁকে রয়।

আমি হলাম জ্বীনের জাতি
অগ্নি আমার অঙ্গে বায়,
কেন তাঁকে সিজদা করবো
অগ্নি সদা উচ্চে ধায়!

আদম সে তো মাটির তৈরী
নিম্ন গতি মাটির হয়,
আমি হলাম অগ্নির তৈরী
অগ্নি সদা উচ্চে রয়।

আমি তাঁকে সিজদা দিবো
এটা আবার কেমনে হয়,
আদম হলো মানবজাতি
তাঁকে সিজদা সম্ভব নয়।

সর্বনাশা অহংকারে
ইবলিস শয়তান ডুবে রয়,
অহংকারের এই না ফলে
চরম পতন তাহার হয়।

            ____♦____

স্বরবৃত্ত ছন্দ ৪+৪+৪+৩

রচনাঃ- ২০ / ৯ / ২০২০ ইং
রবিবার, মেরুল বাড্ডা, ঢাকা।