একের দুখে অপর ভাইকে
যায় না পাওয়া হায়,
অভাবী ভাই পায় না খেতে
ধনী শুধুই খায়।
হঠাৎ করেই বিপদেতে
পড়ে গেলে কেউ,
সাহায্যে হাত বাড়ায় না হায়
চলে সেলফি ঢেউ!
মানবতা উপচে পড়ে
অনলাইনে সব হায়,
অফলাইনে তো যায় না পাওয়া
যার যার স্বার্থে ধায়।
অনলাইনের এই নাম সর্বস্বয়
লাভ তো কোনো নাই,
সত্যিকারেই দুখীর পাশে
চলো দাঁড়াই ভাই।
পরস্পরে মিলেমিশে
থাকতে যদি চাও,
অসহায়ের দিকে তোমার
হাত বাড়িয়ে দাও।
______♦______
স্বরবৃত্ত ৪+৪+৪+১
রচনাঃ- ২১ / ১০ / ২০২০ ইং
বুধবার রাত, মেরুল বাড্ডা, ঢাকা।