চাঁদ উঠেছে চাঁদ উঠেছে
দূর আকাশে ওই,
ধনী গরীব সবার ঘরে
ঈদ এসেছে ওই।
কাটতে পশু খুঁজছে সবে
পাকা হাতের কসাই,
হাটের পশুর সাথে দিও
মনের পশু জবাই।
সমান ভাগে করো ভাগ
অংশ আছে যত,
কুরবান হও খোদার তরে
ইবরাহীমের মত।
_____♦_____
রচনাঃ- ২৯ / ৭ / ২০২০ ইং।
মেরুল বাড্ডা, ঢাকা।